রামপুরায় পাওয়ার হাউসের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:৫৮ এএম

বৈদ্যুতিক সাব স্টেশনে আগুন। ছবি : সংগৃহীত

বৈদ্যুতিক সাব স্টেশনে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর পশ্চিম রামপুরায় একটি পাওয়ার হাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার পরে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সকাল ৭টা ২০ মিনিটে চারতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যেহেতু এটি বৈদ্যুতিক সাব স্টেশন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আমাদের তদন্ত প্রতিবেদন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাবে না কি কারণে আগুন লেগেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh