এক মোটরসাইকেলে ৪ জন, ট্রাকের ধাক্কায় বেঁচে নেই কেউ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১১:৩৫ এএম

নিহতদের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

নিহতদের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে এক মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন চারজন, পথে ট্রাকের ধাক্কায় তারা সবাই নিহত হয়েছেন।

গতকাল রবিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিতকীডাঙ্গা নওগাঁ-জয়পুরহাট সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮) ও একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), উপজেলার জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) ও একই গ্রামের স্বজল (৩৫)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতরা সবাই সবজি ব্যবসায়ী ছিলেন। গতকাল উপজেলায় বাজার শেষে একই মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন তারা। পথে ধামইরহাট-জয়পুরহাট সড়কের হরতকীডাঙ্গা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সুফিয়ান ও আব্দুস সালামের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আহত দুজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। 

ওসি বলেন, ঘটনাস্থলে নিহত দুজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজনের লাশ স্বজনেরা নিয়ে গেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh