ক্যামেরুনে ফুটবল খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃত ৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৯:৩৪ এএম

রাজধানী ইয়াউন্ডেতে একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ছবি : রয়টার্স

রাজধানী ইয়াউন্ডেতে একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ছবি : রয়টার্স

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু ও আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় গতকাল সোমবার (২৪ জানুয়ারি) স্টেডিয়ামটিতে আফ্রিকা কাপ অব নেশনসের একটি ফুটবল ম্যাচের আগে এ ঘটনা ঘটে।  

ভিডিও ফুটেজে দেখা গেছে, স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো বহু দর্শক।

ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় বেশ কিছু শিশু এখনও সংজ্ঞাহীন অবস্থায় আছে।

স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার কিন্তু কোভিড বিষয়ক বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না।

কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এর ফলে প্রবেশ পথে হুড়োহুড়িতে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।

স্টেডিয়ামের প্রবেশপথে ওই ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল বহু জুতো ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি। আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন বলে জানা গেছে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে,তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে।

তবে এ ঘটনা সত্ত্বেও ক্যামেরুন ও কমোরসের মধ্যকার খেলাটি চলেছে, যেখানে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে বিজয়ী হয়েছে। -বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh