‘কেউ যাতে অপচিকিৎসার শিকার না হয়’

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৩ পিএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৭ পিএম

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

প্রশাসনের উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ভুয়া ডাক্তারদের বিষয়ে সবাই সতর্ক থাকবেন। কেউ যাতে ভুয়া ডাক্তারের অপচিকিৎসার শিকার না হয়।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা সদরের মল্লিকপুরে জনতা চক্ষু হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে এখনো বহু সমস্যা আছে অস্বীকার করি না। তবে গত ১২ বছরে উন্নয়নের ম্যাজিক দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সরকারি চাকরিজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা সঠিকভাবে কাজ করেন। বেতন বাড়ানো হয়েছে তা হালাল করে খান। গরিব মানুষ যেন সেবা পায়, ভালবাসা পায়।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ সিভিল সার্জন ডাহ আহমেদ হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh