ব্রাজিলিয়ানের গোলে জয় পেল আবাহনী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে আবাহনী লিমিটেড। মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আবাহনী।

টঙ্গির আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে আবাহনীর। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় খেলোয়াড়রা দিতে পারছিলেন না তাদের স্বাভাবিক খেলাটা।

কিন্তু তারপরও ম্যাচের ১৩তম মিনিটে লিড নেয় আকাশি নীলরা। বাম দিক থেকে নুরুল নাইম ফয়সালের হাওয়ায় ভাসানো বাঁকানো ক্রস গোল মুখে অরক্ষিত থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন ডান পায়ের শটে এগিয়ে দেন দলকে।

পাঁচ মিনিট পর সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় মুক্তিযোদ্ধার। আক্রমণে গেলেও আবাহনীর রক্ষণভাগ ভেদ করা সম্ভব হয়ে ওঠেনি মুক্তিযোদ্ধার দুই ফরোয়ার্ড আহমেদ আইমান ও তেতসুয়াকি। ডান থেকে আইমানের কাট ব্যাক বক্সের ভেতরে থাকা তেতসুয়াকি পা লাগানোর আগেই বলটি ক্লিয়ার করে দেন আবাহনীর এক ডিফেন্ডার।

৩৪তম মিনিটে ফের আক্রমণ চালান তেতসুয়াকি। কিন্তু শট গোলপোস্টে লাগায় আরও একবার হতাশ হতে হয় মুক্তিযোদ্ধাকে।

এরপর ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি কেউই। শেষতক ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় আকাশী নীলদের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh