সমস্যা নয়, সমাধানের করণীয়ও তুলে ধরে সাম্প্রতিক দেশকাল

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৮ পিএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৫ পিএম

সাম্প্রতিক দেশকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান

সাম্প্রতিক দেশকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান

সাধারণ মানুষের শুধু সমস্যা তুলে ধরে না। সমস্যার সমাধানের করণীয় তুলে ধরে সাম্প্রতিক দেশকাল। তাই সাধারণ মানুষের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরে পত্রিকাটি। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব যশোরে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রতিষ্ঠার নয় বছর, ‘উদ্দীপ্ত ৯’ স্লোগান ধারণ করে যশোরে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, যশোর পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোকসিমুল বারী অপু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর ইমাম বাবুল। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাম্প্রতিক দেশকালের যশোর প্রতিনিধি গোলাম মোস্তফা মুন্না।

প্রেসক্লাব যশোরের দফতর সম্পাদক তৌহিদ জামানের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন- দৈনিক সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি মনোতোষ বসু, দৈনিক কল্যাণ নির্বাহী সম্পাদক আব্দুল ওহাব মুকুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাম্প্রতিক দেশকালের সার্কুলেশন ম্যানেজার আলমগীর হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh