রাজবাড়ীতে বাস উল্টে চালকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫০ পিএম

 নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে উল্টে সড়‌কের পা‌শে পরে রয়েছে বরিশালগামী বাস। ছবি: সংগৃহীত

নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে উল্টে সড়‌কের পা‌শে পরে রয়েছে বরিশালগামী বাস। ছবি: সংগৃহীত

পাবনা থেকে বরিশাল যাওয়ার পথে একটি বাস রাজবাড়ী কালুখালী উপ‌জেলার চাঁদপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে উল্টে সড়‌কের পা‌শে পরে যায় বলে জানা গেছে। এ দুর্ঘটনায় বাসচালক ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ আরোহী।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত বাসচালক নাজমুল (৩৫) রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের ওরসে যাচ্ছিল। গত রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, বাসচালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh