রুশ বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২০ এএম

ছবি: টুইটার

ছবি: টুইটার

ইউক্রেনে রুশ হামলা দ্বিতীয় দিনে গড়িয়েছে। শুক্রবার সকালে রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এবং একটি শত্রু প্লেন ভূপাতিত করেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কিয়েভের ডারনিটস্কি জেলার একটি আবাসিক ভবনে ভেঙে পড়েছে একটি রুশ বিমান।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিয়েভের নয়তলা আবাসিক ভবনটিতে আগুন ধরে গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন।

কিয়েভ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের বাসিন্দারা আকাশ থেকে পড়া জ্বলন্ত ধ্বংসাবশেষের ভিডিও ধারণ করেছেন। তাদের অভিযোগ ওই এলাকায় আবাসিক ভবনে হামলার পর এসব ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি রুশ প্লেন ভূপাতিত করেছে। প্লেনটি একটি আবাসিক ভবনে পড়লে তাতে আগুন ধরে যায়। দ্বিতীয় আরেকটি ভবনে আগুন ধরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh