বনানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১১ পিএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে নূরে আলম সিদ্দিকী (১৯) নামে নার্সিং কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

উদ্ধার করে নিয়ে আসা রেলওয়ে থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, নুরে আলম টঙ্গী ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র। গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। রাত সাড়ে ১০টার দিকে বনানীর রেলক্রসিংয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানা এলাকায়। তার বাবার নাম মৃত আনোয়ার হোসেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh