মানিকগঞ্জে মাকে হত্যার সন্দেহে ছেলে গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫২ পিএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৪ পিএম

প্রতীকী

প্রতীকী

মানিকগঞ্জ শহরের বান্দুটিয়ায় এলাকায় আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে হত্যার সন্দেহে তার ছেলে ফিরোজ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহরের বান্দুটিয়া গ্রামের বাড়ি থেকে আমেনার মরদেহ উদ্ধার করা হয়। আমেনা বেগম ওই গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী।গ্রেফতার ফিরোজের চাচাতো ভাই শহিদুর রহমান ইউনুছ জানান, দেড় মাস আগে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেন ফিরোজ। নেশার টাকার জন্য প্রায় সময় তার মায়ের সাথে তিনি খারাপ আচরণ করতেন। পরে পরিবারের লোকজন ফিরোজকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। সেখানে অস্বাভাবিক আচরণ করায় তাকে দুইদিন আগে বাড়িতে নিয়ে আসা হয়।

মধ্যরাতে ঘরের ভেতর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা ফিরোজ ও তার মাকে ডাকাডাকি করেন। দরজা না খোলায় ৯৯৯ নম্বরে দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সে সময় মায়ের মরদেহের  পাশে ফিরোজকে চুপচাপ বসে থাকতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh