ইউক্রেন সংকট মোকাবেলায় ন্যাটো ও ইইউ ব্যর্থ : এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১ পিএম | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৭ এএম

রিসেপ তায়েপ এরদোয়ান

রিসেপ তায়েপ এরদোয়ান

ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান  বলেছেন, ন্যাটো জোটের আরো দৃঢ়সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।

তুরস্ক ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র।

এরদোয়ান বলেছেন, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন এই সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, রাশিয়ার পদক্ষেপকে নিন্দা জানানো যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেন যে ন্যাটোর যে শীর্ষ বৈঠক হবার কথা রয়েছে, সেই বৈঠকে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া হবে।-বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh