ইউক্রেন সেনাবাহিনীকে দেশটির নেতৃত্ব উৎখাতের ডাক পুতিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:১০ পিএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ পিএম

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেন সেনাবাহিনীকে দেশটির নেতৃত্ব উৎখাত করার ডাক দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের সৈন্যদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ উৎখাতের ডাক দেন।

তিনি তার ভাষণে ইউক্রেন সরকার এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে ব্যঙ্গবিদ্রূপ করে তাদের “নব্য-নাৎসি” এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ বিরোধী বাহিনী “ব্যান্ডেরাইট” বলে উল্লেখ করেন।

পুতিন বলেন, এটা সুনিশ্চিত যে বিদেশি পরামর্শদাতাদের সুপারিশে তারা এসব কিছু করছে। সবার উপরে তাদের পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এরপর ইউক্রেন সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র সেনাদের উদ্দেশ্যে আমি আবার বলতে চাই: এই নব্য নাৎসিদের আপনাদের শিশু, আপনাদের স্ত্রী, আপনাদের বৃদ্ধ মানুষদের মানব-ঢাল হিসাবে ব্যবহার করতে দেবেন না।

তিনি বলেন, নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন। কিয়েভের ওই মাদকাসক্ত এবং নব্য নাৎসি দলের সাথে কথা বলার চেয়ে আমরা এবং আপনারা কথা বললে একটা চুক্তিতে পৌঁছতে অনেক সহজ হবে।-বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh