ইউক্রেন যুদ্ধ

আত্মসমর্পণ করলেই আলোচনা: রাশিয়া

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৮ পিএম

যুদ্ধক্ষেত্রের একটি ছবি। ছবি: সংগৃহীত

যুদ্ধক্ষেত্রের একটি ছবি। ছবি: সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা করতে রাজি হয়েছে। তবে তারা এই আলোচনার সাথে একটি শর্তও জুড়ে দিয়েছে। শর্তটি হলো- ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে হবে। ইউক্রেনের সৈন্যরা আত্মসমর্পণ না করলে কোনো আলোচনা নয় বলে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভ বলেন, ‘যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছি আমরা। তবে এর আগে ক্রেমলিনের আহ্বানে অস্ত্রসমর্পণ করতে হবে ইউক্রেনীয় সেনাদের।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনবাসীকে রাষ্ট্রীয় নিপীড়ন থেকে রক্ষা করতে রুশ সৈন্যরা রাজধানী কিয়েভে অভিযান অব্যাহত রেখেছে।’

সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে সামরিকায়ন ও নাজিবাদ থেকে ঠেকাতে এ হামলা চালানো হয়েছে বলে জানান এই রুশ মন্ত্রী।

পশ্চিমাদের নিষেধাজ্ঞার জবাবে এই রুশ মন্ত্রী হুঁশিয়ারি দেন সেই সব দেশের ওপরও পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এদিকে, গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ রুশ সৈন্য নিহত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh