বাড়তে পারে বইমেলার সময়

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪ পিএম

ছবিতে বইমেলার প্রাঙ্গন। ছবি: সংগৃহীত

ছবিতে বইমেলার প্রাঙ্গন। ছবি: সংগৃহীত

করোনার সংক্রমণ রোধে এবারের অমর একুশে গ্রন্থমেলা ১৫ দিন পিছিয়ে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা। বইমেলার সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বইমেলা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মেলার সময় বাড়ানোর একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলা-২০২২ কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এ কথা বলেন।

ড. জালাল আহমেদ জানান, মেলার সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। যেকোনো মুহূর্তে মেলার সময় বাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বইমেলার সময় বাড়ানো হবে বলে প্রত্যাশা করছেন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। স্বাভাবিক সময়ের মতো একমাস সময় দিলে বিগত বছরের ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবেন বলে জানান তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh