মাহফিল শেষে বাড়ি ফেরা হলো না রুস্তম আলীর

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৯:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চরমোনাইয়ে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় রুস্তম আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. রিয়াজ আহত হয়েছেন। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রুস্তম আলী রংপুরের তাহেরগঞ্জ এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার।

তিনি জানান, চরমোনাই মাহফিলের আখেরি মোনাজাত শেষে সোমবার দুপুরে অন্য মুসুল্লিদের সাথে বাস করে রংপুরে ফিরছিলেন রুস্তম আলী। মুসল্লিদের নাস্তা করার জন্য ওই বাস রহমতপুর এলাকায় পেট্রোল পাম্পে থামে। সে সময় মুসল্লিরা বাস থেকে নেমে খাবার হোটেলের উদ্দেশ্যে রাস্তাপার হচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল রুস্তম আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তার একটি পা ভেঙে যায়। ওই মোটরসাইকেলের চালকও আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন অন্য মুসুল্লিরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুস্তম আলীর মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh