নিত্যপণ্যের বাজার অস্থির কেন?

সবুর আহমেদ খান

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০১:১২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিবছরের মতো এবারও রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের তৎপরতা বৃদ্ধির খবর পাওয়া গেছে। রমজান শুরুর দুই মাস আগ থেকেই বাজারে নিত্যপণ্যের দাম পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে, যাতে রমজানে মূল্যবৃদ্ধি নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ না থাকে। 

এ পরিকল্পনার অংশ হিসাবে ইতোমধ্যে রাজধানীর খুচরা বাজারগুলোয় সব ধরনের ডাল, ভোজ্যতেল, চিনিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ানো হয়েছে। রমজানের আগে বিভিন্ন পণ্যসামগ্রীর মূল্য যে পরিমাণ বাড়ানো হয়, পরে তা আর কমানো হয় না। 

কাজেই বাজারের নিয়ন্ত্রণ যাতে সিন্ডিকেটের হাতে চলে না যায়, সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে দেরি করা হলে অন্যরাও অনিয়মের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত হবে।


সবুর আহমেদ খান, খালিশপুর, খুলনা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh