গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১০:৩৮ পিএম

গণটিকা কার্যক্রম-ফাইল ছবি

গণটিকা কার্যক্রম-ফাইল ছবি

দেশে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ যারা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী ২৮ মার্চ।

আজ সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

গত ২৬ ফেব্রুয়ারিতে একদিনে এক কোটি স্লোগানে দেশে গণটিকা কার্যক্রমের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিনই দেশে টিকার প্রথম ডোজ দেওয়ার শেষ তারিখ বলেও ঘোষণা দেওয়া হয়। এতে টিকাদান কেন্দ্রে দেখা দেয় উপচেপড়া ভিড়। ওই পরিস্থিতিতে সেদিন বিকালেই স্বাস্থ্যমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে জানান, মানুষের আগ্রহ দেখে গণটিকাদান কর্মসূচি আরো দুদিন বাড়ানো হয়েছে। সে হিসেবে কার্যক্রম চলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার মন্ত্রী বলেন, এই কার্যক্রমের আওতায় তিন দিনে প্রায় দুই কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। যারা প্রথম ডোজ পেয়েছেন তারা ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

তিনি আরো জানান, এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন প্রায় তিন কোটি ৮৬ লাখ মানুষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh