মেলার ২৩তম দিনে নতুন বই এসেছে ৫৯টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৯:১৪ পিএম

ছবি: স্টার মেইল

ছবি: স্টার মেইল

অমর একুশে গ্রন্থমেলার ২৩তম দিন আজ। এদিন মেলায় নতুন বই এসেছে ৫৯টি। ফলে এখন পর্যন্ত প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে মোট দুই হাজার ৪৬৭টি।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, আজ মেলায় বই এসেছে ৫৯টি। এর মধ্যে কবিতার বই এসেছে সবচেয়ে বেশি ১৯টি। গল্পের বই ১০টি।

এদিকে এবারের মেলায় এখন পর্যন্ত প্রকাশ পাওয়া বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ৭৮৬টি কবিতার বই প্রকাশিত হয়েছে। উপন্যাসের ৩৭০ টি ও গল্পের ৩২০টি বই এসেছে।

প্রতিদিনই নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে। লেখক প্রকাশকরা প্রতিবছরই বই প্রকাশ করেন মেলায়। এবারের বই মেলায় এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি ২৪৯টি নতুন বই প্রকাশিত হয়েছে।

এবারের মেলায় সর্বশেষ ছুটির দিন পাচ্ছে পাঠক, লেখক ও প্রকাশকরা। আগামী ১৭ মার্চ শেষ হচ্ছে এবারের বইমেলা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh