অস্ট্রেলিয়ার সামনে এ কেমন পাকিস্তান!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১১:৪৪ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২২, ১০:১৪ এএম

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের একটি মুহূর্ত। ছবি : এএফপি

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের একটি মুহূর্ত। ছবি : এএফপি

রাওয়ালপিন্ডির উইকেটকে ব্যাটিংবান্ধব গড়পড়তার বলে মন্তব্য করেছিল আইসিসি। তবে বল হাতে নিয়ে মন্তব্যকে যেন উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। 

করাচি টেস্টের তৃতীয় দিনে চলেছে অস্ট্রেলিয়ার দাপট। স্বাগতিকদের তারা দাঁড়াতেই দেয়নি। সফরকারী বোলারদের সামনে রীতিমতো উড়ে গেছে পাকিস্তান। ১৪৮ রানে অলআউট হয়ে পড়েছিল ফলোঅনে। যদিও অস্ট্রেলিয়া ফলোঅন না করিয়ে নেমেছে দ্বিতীয় ইনিংসে।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার করা ৫৫৬ রানের জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৪৮ রানে। তাতে ৪০৮ রানের লিড পায় অজিরা।

এরপর পাকিস্তানকে ফলোঅন না করিয়ে আবার ব্যাট করতে নামে তারা। ১ উইকেট হারিয়ে ৮১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। লিড নিয়েছে ৪৮৯ রানের।

ক্রিজে আছেন উসমান খাজা ৩৫ রানে, আর মার্নাস ল্যাবুশেন ৩৭ রানে। দলীয় ২০ রানে হাসান আলীর বলে আউট হন ডেভিড ওয়ার্নার। ৭টি রান করেন তিনি।

তার আগে পাকিস্তানের ১৪৮ রানের ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেন বাবর আজম। ২০টি করে রান করেন ইমাম-উল-হক ও নোমান আলী। শাহীন আফ্রিদির ব্যাট থেকে আসে ১৯ রান।

বল হাতে মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন মিচেল সোয়েপসন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh