মিস ওয়ার্ল্ড হলেন ক্যারোলিনা বিলাস্কা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৭:১১ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২২, ১০:৩০ পিএম

ক্যারোলিনা বিলাস্কা

ক্যারোলিনা বিলাস্কা

৭০তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।

গতকাল বুধবার (১৬ মার্চ) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে বিলাস্কার মাথায় এ মুকুট উঠে। আমেরিকার শ্রী শাইনি দ্বিতীয় ও তৃতীয় হন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। 

ক্যারোলিনা বিলাস্কার মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড তনি–অ্যান সিং। ছবি: মিস ওয়ার্ল্ডের ইনস্টাগ্রাম

মিস ওয়ার্ল্ডের তথ্য অনুসারে, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তার ইচ্ছে আছে পিএইচডি করার। সাথে মডেল হিসেবেও কাজ করেন। সঙ্গে মোটিভেশনাল স্পিকার ভূমিকায় যুক্ত থাকার ইচ্ছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।

ক্যারোলিনা বিলাস্কা। ছবি: ইনস্টাগ্রাম

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন জানায়, ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, সেরকম কিছু কাজের সাথে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয়। এই সমস্যা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রবিবার এই প্রজেক্টের মাধ্যমে গরম খাবার, খাবার পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।

প্রতিযোগিতার প্রথম রানার-আপ ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনিছবি: এএফপি

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চলা মিস ওয়ার্ল্ড ২০২১ আয়োজনটি কোভিডের কারণে স্থগিত করা হয়েছিল। যার গ্রান্ড ফিনালে ও ঘোষণাটা গতকাল (১৬ মার্চ) এসেছে। অনুষ্ঠানে স্মরণ করা হয় ইউক্রেনকে। রাশিয়ার আগ্রাসন বন্ধ করে দেশটির শান্তি কামনাও করা হয় এতে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh