নাটোর কারাগারে ৭ ঘণ্টার ব্যবধানে ২ আসামীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০১:৫৬ পিএম

নাটোর কারাগারে মাদক মামলার কয়েদি ওসমান শেখের (৩৩) মৃত্যুর ৭ ঘন্টা পর আনছের আলী (৪৬) নামে হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৩টার দিকে আনছের আলীর মৃত্যু হয়।

কারাগার কতৃপক্ষ জানিয়েছে, আনছের আলী বুকে ব্যাথা অনুভব করলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ৮টার দিকে মাদক মামলার কয়েদি ওসমান শেখ মারা যায়। অসুস্থ ওসমান শেখকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নাটোর জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান জানান, ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ওসমান শেখের সাজা হয়। ওই দিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন। অপরদিকে আনছার আলীকে চলতি বছরের ১৭ জানুয়ারী নাটোরের লালপুর থানার একটি হত্যা মামলার আসামী হিসেবে কারাগারে আনা হয়।

নাটোর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. এম এ মোমিন জানান, আনছের আলীকে বৃহস্পতিবার রাত ৩টা ২৫ মিনিটের সময় বুকে ব্যাথা নিয়ে ভর্তি করা হয়। পরে রাত ৩টা ৫৮ মিনিটের সময় তিনি মারা যান। এছাড়া রাত ৮টার পর মৃত অবস্থায় কয়েদি ওসমান শেখকে আনা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh