পদ্মায় গোসল করতে নেমে প্রান গেল দুই কিশোরের

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০২:১১ পিএম

রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বড়কুঠি এলাকার সারিক হোসেনের ছেলে নিরব হোসেন (১৫)। অপরজন একই এলাকার সায়েদের ছেলে সাইল হোসেন (১৪)। নিহত নিবর হোসেন লোকনাথ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। সাইল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুই বন্ধুসহ আরো কয়েকজন মিলে বেলা ১১ টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। ঘুর্ণিপাকে পড়ে তাদের একজন তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে আরেক জন তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাদের জীবিত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। পরে চিকিৎসারত অবস্থায় বেলা ১২ টার দিকে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস রাজশাহী সদরের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, তারা ঘটনার পরপরই তাদের জীবিত উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh