তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য পুলিশের পার্লার, ফুডকোর্ট

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ১০:২৪ পিএম

লিশের উদ্যোগে সৃষ্ট বিউটি পার্লার

লিশের উদ্যোগে সৃষ্ট বিউটি পার্লার

সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে পুনর্বাসনের জন্য ঢাকার সাভারে পুলিশের উদ্যোগে বিউটি পার্লার ও ফুডকোর্টের উদ্বোধন করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত এই মানুষ গুলোর জন্য কাজ করে যাচ্ছেন। ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত অবস্থায় তিনি সাভারের বেদে ও হিজড়া সম্প্রদায়ের লোকদের পুনর্বাসনে কাজ শুরু করেন।

আজ শুক্রবার (১৮ মার্চ) দুপুরে আশুলিয়ার নিরিবিলি ও ডেন্ডাবর এলাকায় দুটি বিউটি পার্লারসহ একটি ফুড কোর্টের উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। 

উত্তরণ ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক অনন্যা বণিক বলেন, ‘পুলিশের বর্তমান ডিআইজি হাবিবুর রহমান স্যারের প্রশংসার কথা বলে শেষ করা যাবে না। ওনার পাশাপাশি যারা আমাদের জন্য কাজ করছেন তাদের মঙ্গল কামনা করছি। তাদের সাথে আমরা যেন সমাজের পিছিয়ে পড়ার কথাটা পিছিয়ে দিয়ে সামনে দাড়াতে পারি। দাড়িয়ে আমাদের অধিকারটাকে নিশ্চিত করতে পারি। আমরা যারা রাস্তায় ভিক্ষাবৃত্তি করছি, বাসে চাঁদা তুলছি এই সংখ্যাটা যেন শূন্যের কোটায় চলে আসে এটাই প্রত্যাশা।’ 

স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে ডিআইজি হাবিবুর রহমান সমাজের পিছিয়ে পড়া মানুষ। বিশেষ করে তৃতীয় লিঙ্গের হিজড়া ও বেদে সম্প্রদায়ের মানুষদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী করে তোলার জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে আজ দুটি বিউটি পার্লার ও ফুড কোর্টের উদ্বোধন করা হয়েছে। এজন্য একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার প্রতি আমি কৃতজ্ঞ।’

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ‘আজ দুইটা বিউটি পার্লার ও একটি ফুড কোট উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে কয়েকজন তৃতীয় লিঙ্গের সদস্যের কর্মসংস্থান হবে। তারাও আবার কয়েকজনকে কর্মমুর্খী করতে পারবে। তারা এখন নিজে থেকে যেভাবে কর্মমুখী হচ্ছেন। তাদের দেখে সমাজের পিছিয়ে পড়া আরও জনগোষ্ঠী যারা আছেন তারাও কর্মমুখী হবেন। সর্বোপরি তারা আমাদের দেশের জিডিপিতে অবদান রাখবেন।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh