থানার সামনে ছুরিকাঘাতে আহত ৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৯:৫৯ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বংশাল থানার সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার (২৩ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। 

তারা হলেন- এসআই এম রবি হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল। এদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় থেকে ইমন ও জুয়েল নামে দুই ছিনতাইকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের বংশাল থানার সামনে গাড়ি থেকে নামিয়ে তাদের চেক করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমন পকেটে থাকা সুইচগিয়ার চাকু বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে পাঁচজন আহত হন।

পুলিশ জানায়, আহতদের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা গুরুতর। তিনি পেটে ধারালো অস্ত্রের আঘাত পেয়েছেন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এর মাত্র একদিন আগেই গুলিস্তানে আরেক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh