রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৪:৪৭ পিএম

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। আজ রবিবার (২৭ মার্চ) তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত দশটার দিকে মন্ত্রী রওনা দেবেন।

তুরস্কের যোগাযোগ ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আদিল কারাইসমাইল‌ওগলুর আমন্ত্রণে রেলপথমন্ত্রী তুরস্ক যাচ্ছেন। তিনি ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌফিক ইমাম, রেলপথমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী একান্ত সচিব রাশেদ প্রধান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম ও শাহ সুফি নূর মোহাম্মদ।

আমন্ত্রণপত্রে রেলওয়েতে সহযোগিতা করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিনিধিদলটি তুরস্কের বিভিন্ন রেলওয়ে কোচ ও লোকোমোটিভ তৈরির কারখানা পরিদর্শন করবেন। আগামী ৪ এপ্রিল প্রতিনিধিদলটি দেশে ফিরবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh