রেস্টুরেন্টের গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৬:৫০ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২২, ০৬:৫২ পিএম

রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন।

আজ রবিবার (২৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন হৃদয় (২১), সাইফুল (২২), আমিনুল(১৮), মিঠু (২৪) ও রাব্বি (২২)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন বলেন, মোহাম্মদপুর থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজন আমাদের এখানে এসেছেন। জরুরিভাবে তাদের চিকিৎসা চলছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে সবার চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নির্বাহী পরিচালক বিপু চৌধুরী বলেন, আমাদের রেস্তোরাঁয় গ্যাস নিচে মজুত থাকে। সেখান থেকে পাইপ টেনে এনে দোতালায় সংযোগ দেওয়া হয়েছে। পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে আমাদের পাঁচজন কর্মচারী দগ্ধ হন। তাদের চিকিৎসা চলছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh