ইউক্রেনকে দু’ভাগের চেষ্টা করছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৭:০৮ পিএম

ইউক্রেনের ম্যাপ

ইউক্রেনের ম্যাপ

পুরো দেশ দখলে ব্যর্থ হয়ে ইউক্রেনকে দুই ভাগের চেষ্টা করছে রাশিয়া।

আজ রবিবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ একটি বিবৃতিতে বলেছেন, রাশিয়া ‘ইউক্রেনকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো তৈরি করতে’ চাইছে। তবে মস্কোর এই চেষ্টা নস্যাত করতে তার দেশ শিগগিরই রুশ অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিলেও রাজধানী কিয়েভ ও আশেপাশের কয়েকটি এলাকায় প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে রুশ বাহিনী। 

এই পরিস্থিতিতে শুক্রবার রাশিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত দোনবাস অঞ্চলকে ‘সম্পূর্ণ স্বাধীন’ করার ব্যাপারে মনোযোগ দেবে মস্কো। যুদ্ধের এই পর্যায়ে রাশিয়ার এ ধরনের মন্তব্যের অর্থ হচ্ছে, নিজেদের অবস্থান থেকে পিছু হটতে শুরু করেছে মস্কো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh