জামিন নিতে গিয়ে কারাগারে বিএনপি নেতা

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৮:০৮ পিএম

বিএনপি নেতা সামসুল আলম রনি

বিএনপি নেতা সামসুল আলম রনি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকায় পুলিশের ওপর হামলা মামলায় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ রবিবার (২৭ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন এই আদেশ দেন।

কারাগারে যাওয়া ওই নেতার নাম সামসুল আলম রনি। তিনি বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারের বরাত দিয়ে নাজমুল হক জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় শতাধিক বিএনপি নেতাকর্মী মিছিল করেন। এরপর মহাসড়ক অবরোধ করে সভা করছিলেন। এ সময় মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে। সংবাদ পেয়ে বড়াইগ্রাম থানার তৎকালীন এসআই সত্যব্রত সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হন এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে সভা শেষ করার অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। ওই ঘটনায় এসআই সত্যব্রত সরকার বাদী হয়ে সামসুল আলম রনিসহ বিএনপির স্থানীয় ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক নেতাকর্মীকে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

তিনি আরো জানান, ওই মামলায় আজ সামসুল আলম রনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh