পুরুষ সঙ্গী ছাড়া বিমানে উঠতে পারবেন না নারীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৮:৫৯ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২২, ০৯:০৬ পিএম

আফগানিস্তানে বিমানবন্দরে নারীরা। ছবি- সংগৃহীত

আফগানিস্তানে বিমানবন্দরে নারীরা। ছবি- সংগৃহীত

পুরুষ সঙ্গী ছাড়া আফগানিস্তানে নারীদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান।

আজ রবিবার (২৭ মার্চ) দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এমন সময় তালেবান এই পদক্ষেপ নিলো যখন মেয়েদের উচ্চ বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তালেবান জানিয়েছে, মেয়েদের ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্ত না আসায় তারা আপাতত বিদ্যালয়গুলো বন্ধ রাখছে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, ধর্ম প্রচার ও অধার্মিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় শনিবার এয়ারলাইন্সগুলোকে নতুন বিধিনিষেধের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, যেসব নারী ইতোমধ্যে টিকেট বুক করেছেন তাদের রবিবার ও সোমবার ভ্রমণের অনুমতি দেওয়া হবে।

এ ব্যাপারে ধর্ম প্রচার ও অধার্মিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করেননি।

অবশ্য এর আগে তালেবান প্রশাসন জানিয়েছিল, বিদেশি পড়ালেখা করতে যাওয়া নারীদের সঙ্গে অবশ্যই পুরুষ আত্মীয় থাকতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh