খাগড়াছড়িতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৯:৪৩ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ

সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ

খাগড়াছড়ির রামগড়ে বালু বোঝাই বেপরোয়া ট্রাকচাপায় সিএনজি আরোহী মা ও মেয়ে (শিশু) নিহত হয়েছেন। 

আজ রবিবার (২৭ মার্চ) বিকেল ৬ টার দিকে রামগড়ের তৈচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান।

নিহতরা হলেন, খাগড়াছড়ির রামগড়ের থলিবাড়ির সালেহ আহম্মদের স্ত্রী তাসলিমা বেগম ৩৫ ও তাদের ২ বছরের কন্যা শিশু তান্না। এ ঘটনায় সিএনজি চালকসহ চারজন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। 

আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, রামগড় থেকে জালিয়াপাড়া যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। তৈচালা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে সিএনজিতে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে সড়কে পড়ে যান মা ও মেয়ে। এ সময় তাদের পৃষ্ট করে পালিয়ে যায় ট্রাকটি। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান জানান, ঘাতক ট্রাক ও চালককে ধরতে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh