হঠাৎ ঢাকায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১০:০১ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২২, ১১:০৫ পিএম

দেশের বেশকিছু অঞ্চলের মতো ঢাকার ওপর দিয়েও বয়ে যাচ্ছিল তীব্র তাপপ্রবাহ। এতে অস্থির হয়ে পড়ে মানুষ। তবে হঠাৎ সন্ধ্যার পর রাজধানীতে দেখা মিললো স্বস্তির বৃষ্টি।

আজ রবিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর ঢাকায় শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে গরমে স্বস্তি মিললেও বিপাকে পড়তে হয় সড়কে থাকা মানুষকে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনেককে ভিজে গন্তব্য যেতে দেখা যায়। আবার কোথায় কোথায় দেখা দেয় দীর্ঘ যানজট।

এদিকে টাঙ্গাইল, মানিকগঞ্জ, টঙ্গী সাভারসহ ঢাকার আশপাশের অঞ্চলেও ঝড়-বৃষ্টির খবর পাওয়া যায়।

এর আগে আবহাওয়া অফিস থেকে জানানো হয়, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh