৯৪তম অস্কার যারা পেলেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১০:২০ এএম

সেরা অভিনেতা উইল স্মিথ ও সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেন

সেরা অভিনেতা উইল স্মিথ ও সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেন

হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন একাডেমি অ্যাওয়ার্ডস—অস্কার। করোনাভাইরাস মহামারির কারণে তিন বছর পর স্বাভাবিক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ পুরস্কার। 

যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস পুরস্কার। সব সময়ের মতো এবারো লালগালিচা মাড়িয়ে তারকারা ঢুকেছেন মিলনায়তনে।

বাংলাদেশ সময় আজ সোমবার (২৮ মার্চ) ভোর ৬টায় শুরু হয় এ আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করছেন রেজিনা হল, এমি শামার ও ওয়ান্ডা স্কাইস।   

সেরা ছবির পুরস্কার জিতেছে ‘কোডা’

অস্কার পেলেন যারা :

সেরা ছবি- কোডা

সেরা অভিনেতা- উইল স্মিথ, ‘কিং রিচার্ড’ ছবির জন্য

সেরা অভিনেত্রী- জেসিকা চ্যাস্টেন ‘দ্য আইজ অব টেমি ফে’ ছবির জন্য

সেরা পরিচালক- জেন ক্যাম্পিয়ন, ছবি ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’

পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী- আরিয়ানা ডিবোস, ছবি ‘ওয়েস্ট সাইড স্টোরি’

পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা- ট্রয় খটসর, ছবি ‘কোডা’

ছিল নজরকাড়া পারফরমেন্সও

বেস্ট সাউন্ড- ‘ডুন’

বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট- ‘দ্য কুইন অব বাস্কেটবল’

বেস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম- ‘দ্য উইন্ডশিল্ড উইপার’

বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম- ‘দ্য লং গুডবাই’

বেস্ট অরিজিনাল স্কোর- হ্যানঝ জিমার, ছবি ‘ডুন’

বেস্ট ফিল্ম এডিটিং- জো ওয়াকার, ছবি ‘ডুন’

বেস্ট প্রোডাকশন ডিজাইন- ‘ডুন’

সেরা বিদেশি ছবির পুরস্কার জিতেছে জাপান  ‘ড্রাইভ মাই কার’

বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল- ‘দ্য আইজ অব টেমি ফে’

কস্টিউম ডিজাইন- জেনি বেভান, ছবি ‘ক্রুয়েলা’

বেস্ট সিনেমাটোগ্রাফি- গ্রেগ ফ্রাসার, ছবি ‘ডুন’

বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস- ‘ডুন’

বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম- ‘এনকান্টো’

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার- ‘ড্রাইভ মাই কার’

সেরা তথ্যচিত্র- ‘সামার অব সোল’ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh