গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : স্বামীর পর স্ত্রীও না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১০:৪৪ এএম

শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর বাড্ডায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী রেখা। তার শরীরের ৩০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

এ নিয়ে ওই পরিবারের স্বামী ও স্ত্রী দুজনের মৃত্যু হলো। তাদের দুই সন্তান এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রেখার স্বামী আবু সাঈদ (৩৮) গত বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। 

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুই সন্তানের মধ্যে ৯ বছর বয়সী সাফার শরীরের ১১ শতাংশ এবং সাত বছর বয়সী সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, গত বুধবার (২৩ মার্চ) ভোরে পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলার ওই বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh