নারায়ণগঞ্জে অ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০২:৪৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাঁড়ি পাতিল উৎপাদনকারী একটি অ্যালুমিনিয়াম কারখানায় ভাট্টি বিস্ফোরণে মোখলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন ফকির (২৫) নামে আরো এক শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ সোমবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে সদরের ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় আরাফাত মেটালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কারখানার ম্যানেজার জালাল উদ্দিন জানান, গতকাল রবিবার (২৭ মার্চ) তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানায় দিনে ও রাতে গ্যাস ছিল না। আজ সকালে হঠাৎ গ্যাস আসার পর অ্যালুমিনিয়াম গলানোর  ভাট্টিতে গ্যাস জমাট বেঁধে থাকে। সকালে শ্রমিকরা কাজে এসে বিষয়টি বুঝতে না পেরে ভাট্টিতে আগুন দেয়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। 

তিনি আরো বলেন, তখন কাছে থাকা দুই শ্রমিক মোখলেস ও রিপন দগ্ধ হলে তাদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মোখলেসকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh