সুন্দরবনে ৮ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৭:৫৬ পিএম

সুন্দরবন। ছবি- ফাইল ছবি

সুন্দরবন। ছবি- ফাইল ছবি

সুন্দরবন থেকে হরিণের মাংস ও চামড়া উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৮ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার নীলবাড়িয়া খাল থেকে বনরক্ষীরা এগুলো উদ্ধার করেন।

দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম-২ এর সদস্যরা সকালে নীলবাড়ীয়া খালে টহল দেওয়ার সময় চলন্ত ট্রলার দেখতে পান। বনরক্ষীরা সেটিকে ধাওয়া করে থামাতে বললে শিকারিরা ট্রলার তীরে ভিড়িয়ে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি করে একটি হরিণের চামড়া, আট কেজি হরিণের মাংস ও দুই শতাধিক মাছ ধরার বর্শী উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মাংস কেরোসিন দিয়ে বনে মাটি চাপা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh