সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৯:৩০ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২২, ০৯:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রমজানের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন। ফলে শুক্রবার ওইসব দেশে চাঁদ দেখা গেলো কিনা তা জানতে অধীর হয়ে রয়েছেন বহু মানুষ।

সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামীকাল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। 

আজ শুক্রবার (১ এপ্রিল) আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এদিকে ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়। ফলে শনিবার থেকেই সেখানে রোজা পালন শুরু হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh