‘সিলেবাস শেষ করতে রমজানেও খোলা শিক্ষাপ্রতিষ্ঠান’

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১০:২৬ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২২, ১০:১০ এএম

ডা. দীপু মনি। ফাইল ছবি

ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসে কারণে গত দু্ই বছর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ছিল। ২০২২ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের যদি ক্লাস না করানো হয় তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং সমস্যা হবে। তাই সিলেবাস শেষ করতে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান রাখা হয়েছে।

আজ শুক্রবার (১ এপ্রিল) চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বাড়িতে থাকতে থাকতে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছে। এখন ক্লাস শুরু হয়েছে তারা নিয়মিত ক্লাস করবে। রোজার কারণে এখন ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না। তবে কত তারিখ পর্যন্ত ক্লাস হবে তা এখনো ঠিক করা হয়নি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদব ডা. সেলিম মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh