কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৫:৪১ পিএম

কৃষকের মরদেহ

কৃষকের মরদেহ

নিখোঁজের দুই দিন পর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত কৃষক কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা। 

আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে দিকে স্থানীয় লোকজন নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

এর আগে গত বৃহস্পতিবার ওই ব্যক্তি চরে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের ছেলে আজিজুল হক জানান, আমার বাবা গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে গরুকে ঘাস খাওয়াতে বাহির হয়। পরে গরু বাড়িতে আসলেও আমার বাবা বাড়ি আসে নাই। পরে আজ নদীতে বাবার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাকে হত্যা করা হতে পারে বলে অভিযোগ করেন নিহতের ছেলে আজিজুল হক।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ধরলা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh