জন্মনিবন্ধন সনদ পেতে হয়রানি বন্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৫:০৪ পিএম

জন্মনিবন্ধন সনদ পেতে নাগরিকদের হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশে কয়েক কোটি মানুষের জন্মনিবন্ধন তথ্য সার্ভারেই নেই-এমন অভিযোগ অনুসন্ধান বা তদন্তের জন্য আগামী পাঁচ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ নোটিশ পাঠান।

এলজিআরডি সচিব, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন, রেজিস্ট্রার জেনারেলসহ চার জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

তানভীর আহমেদ বলেন, ‘নোটিশ অনুসারে পদক্ষেপ না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।’

‘জন্মনিবন্ধন সনদ নিয়ে চরম ভোগান্তিতে নাগরিকরা’ এবং ‘জন্মসনদ: বাংলাদেশে কয়েক কোটি মানুষের জন্মনিবন্ধন তথ্য সার্ভারেই নেই’ শিরোনামে বেশ কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন দেখে নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh