দন্ত চিকিৎসক খুন: আরো দুই ছিনতাইকারীর দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ০৬:১৩ পিএম

ডা. বুলবুল হোসেন। ছবি : সংগৃহীত

ডা. বুলবুল হোসেন। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৪১) নামে এক দন্ত চিকিৎসক খুনের মামলায় আরো দুই ছিনতাইকারী দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবাবন্দি দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জালাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ আরও দুই আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ দেলোয়ার হোসেন আসামিদের হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আসামি আরিফ এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালতে রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

এর আগে, ৩১ মার্চ এ দুই আসামিসহ চার ছিনতাইকারীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত রবিবার (৩ এপ্রিল) দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আজ আরো দুইজনও স্বীকারোক্তি দেয়।

জানা যায়, শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে তিনি একটি ডেন্টাল ক্লিনিকের মালিক তিনি। এছাড়া তিনি সাব কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন। ২৭ মার্চ ভোরে তিনি নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় তাকে রাস্তায় ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন রিকশাচালক ও পথচারী মিলে উদ্ধার করে স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার স্ত্রী শাম্মী আক্তার অজ্ঞাতনামা তিন জনকে আসামিকে করে মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh