চীনে করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১১:২৯ এএম

চীনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ছবি : এএফপি

চীনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ছবি : এএফপি

চীনে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) এই রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে মহামারি শুরুর পর এটি সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

এদিকে দেশটির বাণিজ্যিক নগরী সাংহাইয়ে লকডাউন সত্ত্বেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

বিশ্বে চীনে ২০১৯ সালে করোনার প্রথম প্রাদুর্ভাব ঘটে। সেসময়ে দেশটি করোনা নিয়ন্ত্রণে যে শূন্যনীতি ঘোষণা করেছিল।

চলতি বছর মার্চ পর্যন্ত কর্তৃপক্ষ স্থানীয়ভাবে লকডাউন, গণপরীক্ষা ও আন্তর্জাতিক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দৈনিক সংক্রমণ কম রাখতে পেরেছে। কিন্তু সম্প্রতি দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

কর্মকর্তারা বলছেন, তারা সাংহাইয়ের কাছে তীব্র সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলছে, বুধবার নতুন করে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি। আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন।

এদিকে চীনের ৮০ শতাংশেরও বেশি সংক্রমণ বৃহত্তম নগরী সাংহাইতে হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নগরীতে কঠোরভাবে কোয়ারেন্টাইন মেনে চলতে হচ্ছে। যেসব শিশুদের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে তাদেরকে মা-বাবার কাছ থেকে আলাদা রাখা হচ্ছে।

আড়াই কোটি জনসংখ্যার এ নগরীতে ধাপে ধাপে লকডাউন দেয়া হচ্ছে। -এএফপি 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh