ফরিদপুরে কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০২:০৬ পিএম

ছবি: ফরিদপুর প্রতিনিধি

ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কুকুর নিধন কার্যক্রম অবশেষে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) পৌর মেয়র অমিতাভ বোস এ সত্যতা নিশ্চিত করে জানান, পৌরবাসীর মৌখিক ও লিখিত আবেদনের প্রেক্ষিতে সম্মিলিতভাবে কুকুর নিধনের সিদ্ধান্ত নেই। তারপর যখন বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এছাড়াও উচ্চ আদালতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এ কার্যক্রম বন্ধ করে দিয়েছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল্লা মো. আহসান জানান, এ বিষয়ে সোমবার (৪ এপ্রিল) রাতে আমাকে হেড অফিস থেকে অবগত করা হয়। কুকুর নিধন কার্যক্রম বন্ধের বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়। মেয়রকে অবগত করলে তিনি কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন বলে জানান।

জানা যায়, প্রাণী কল্যাণ আইনে বলা হয়েছে- কোনো ব্যক্তি মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করলে উহা এ আইনের অধীন অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া ২০১৪ সালে একটি সংগঠনের রিট আবেদনের প্রেক্ষিতে কুকুর নিধনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh