মানিকগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা, নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৫:১০ পিএম

গাছের সাথে বাসের ধাক্কা

গাছের সাথে বাসের ধাক্কা

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

আজ বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার মুলজান পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হাফিজুর রহমান (৩৫) ও তার মা হাসেমা বেগম (৫৫)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া এলাকা থেকে ঢাকার দিকে যাচ্ছিল নিউ ভিলেজ লাইন পরিবহনের মিনিবাস (টাঙ্গাইল-জ ১১-০০১১)। ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩৫ বছরের এক যুবক মারা যান।

আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পর মা-ছেলে মারা যান। তবে নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh