শেষ হলো সংসদের ১৭তম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৭:০৮ পিএম

জাতীয় সংসদ

জাতীয় সংসদ

আট কার্যদিবস চলার পর শেষ হলো একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। আজ বুধবার (৬ এপ্রিল) বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মাধ্যমে সংসদের বৈঠকের ইতি টানেন। এ অধিবেশন শুরু হয় গত ২৮ মার্চ।

এর আগে সংসদে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

অধিবেশনে মোট নয়টি বিল পাস হয়। একাদশ সংসদের প্রথম বেসরকারি বিলও উত্থাপন হয় এ অধিবেশনে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ৩৫টি প্রশ্ন করেন আইনপ্রণেতারা। এরমধ্যে ১৭টির জবাব দিয়েছেন তিনি। অন্য মন্ত্রীদের জন্য প্রশ্ন জমা পড়ে ৮৫৭টি। মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৫৬৩টির।

অধিবেশনের শেষ দিন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়ায় সরকার প্রধান ও সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাস হয়।

মহামারিকালে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসা এ অধিবেশনে সংবাদকর্মীরা সংসদ ভবনে প্রবেশ করতে পেরেছেন। তবে প্রতি ৪৮ ঘণ্টা পরপর তাদের করোনা পরীক্ষা করতে হয়েছে। এর আগে মহামারীর মধ্যে পুরো অধিবেশন জুড়ে সংবাদ কর্মীরা সংসদ ভবনে প্রবেশ করতে পারেনি।

সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদেরও করোনাভাইরাস পরীক্ষা করিয়ে সংসদে প্রবেশ করতে হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh