বরিশালের গজারিয়া নদীতে ট্রলারডুবি, মৃত্যু ২

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০১:৪৪ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২২, ০৩:২২ পিএম

নিহতের স্বজনদের আহাজারী

নিহতের স্বজনদের আহাজারী

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর লালখাড়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেয়ে নাছরিন বেগম (২৫) ও তার মা মাহিনূর বেগম (৫৫)। তারা ওই এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়ায় যাচ্ছিল। পথে গজারিয়া পৌঁছালে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টগার্ডের টিম এসে তাদের উদ্ধার করে।

এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এ ছাড়া ৩ জন জীবিত উদ্ধার হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

তিনি আরো জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ জামান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh