ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০৩:১১ পিএম

দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

ফরিদপুরের সালথায় দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া ও জয়ঝাপ, এই দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে এসে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোড়হাট গ্রামে দলপক্ষ তৈরি করা নিয়ে আইয়ুব ঠাকুরের সমর্থকদের সাথে প্রতিপক্ষ মাহবুর মাতুব্বরের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্রধরে শুক্রবার সকালে জয়ঝাপ গ্রামের মানিক মাতুব্বরের সমর্থকদের সাথে আগুলদিয়া গ্রামের খোরশেদ খানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে উভয় গ্রামবাসীর অন্তত ১০ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার এসআই মো. মারুফ হোসেন বলেন, জয়ঝাপ ও আগুলদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh