সেনা হতাহতের কথা স্বীকার রাশিয়ার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০৯:১৯ পিএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২২, ০৯:০৯ এএম

অভিযানে রাশিয়ার  প্রায় ১৯ হাজার সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি ইউক্রেনের। ছবি : সংগৃহীত

অভিযানে রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি ইউক্রেনের। ছবি : সংগৃহীত

ইউক্রেনে অনেক রুশ সেনা হতাহত হয়েছেন বলে স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

আজ শুক্রবার (৮ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সাথে এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

রুশ মুখপাত্র বলেন, ইউক্রেনে অনেক সেনাকে হারিয়েছি আমরা। বিষয়টিকে নিজেদের ইতিহাসে অনেক বড় দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। 

তিনি জানান, রাশিয়া তাদের নির্ধারিত সময় অনুযায়ী লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে শিগগিরই লক্ষ্য অর্জন করবে বলে জানান ক্ষমতাধর এ সরকারি কর্মকর্তা। 

এ ব্যাপারে পেসকোভ বলেন, এই যুদ্ধ শেষ করতে আমাদের সেনারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং ইউক্রেনের সাথে আলোচনার মাধ্যমে এ দ্বন্দ্বের অবসান ঘটাতে পারব।

এদিকে বৃহস্পতিবার ইউক্রেন জানায়, অভিযান চালাতে এসে রাশিয়ার  প্রায় ১৯ হাজার সেনা প্রাণ হারিয়েছে। 

এতদিন ইউক্রেনের এসব দাবি অস্বীকার করত রাশিয়া। অবশেষে দেশটি সেনা হতাহতের কথা স্বীকার করলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh