গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশের এসআই

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ১১:২৯ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২২, ১১:৩৮ পিএম

পুলিশের এসআই আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি- প্রতিনিধি

পুলিশের এসআই আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি- প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টাকালে হাতে জখম হয়ে ‘আত্মগোপনে’ থাকা পুলিশের এসআই আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আলমগীর কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলা সদরে।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে এসআই আলমগীরের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে ঝালকাঠি জেলা শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর এসআই আলমগীরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ৪ এপ্রিল ওই নারীর বাড়িতে যান এসআই আলমগীর। তার স্বামী চট্টগ্রামে চাকরি করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণচেষ্টা করেন। নিজের সম্ভ্রম বাঁচাতে ধারালো অস্ত্র দিয়ে আলমগীরকে কুপিয়ে রক্ষা পান তিনি। এ সময় আলমগীরের ব্যবহৃত মুঠোফোনটিও রেখে দেন ভুক্তভোগী নারী।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh