‘কাঁচা বাদাম’র গায়কের সাথে গাইলেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৮:৩১ পিএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২২, ০৮:৪৭ পিএম

একসঙ্গে গান গেয়েছেন ভূবন বাদ্যকর ও হিরো আলম। ছবি- সংগৃহীত

একসঙ্গে গান গেয়েছেন ভূবন বাদ্যকর ও হিরো আলম। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে রাতারাতি তারকা বনেছেন ভারতের পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর ও বাংলাদেশের বগুড়ার হিরো আলম। এবার দুজনে মিলে কণ্ঠ দিলেন এক গানে।

আজ শনিবার (৯ এপ্রিল) কলকাতার একটি স্টুডিওতে নতুন গানে তারা কণ্ঠ দিয়েছেন বলে জানান হিরো আলম।

তিনি বলেন, আমি কলকাতায় এসেছি ভুবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি।

ভুবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, আমরা দুজন দুই বাংলায় ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি। দুই বাংলায় এই গান ভাইরাল হবে বলে আশা করছি। আমাদের গানের নাম ‘হাউ ফানি’।

গানটি লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল।

জানা গেছে, গানের ভিডিও নির্মাণ হবে। এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh