চবি শাটল ট্রেনে পাথর নিক্ষেপকারী ৩ শিশু আটক

চবি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৮:৫৫ এএম | আপডেট: ১০ এপ্রিল ২০২২, ০৮:৫৭ এএম

আটত তিন শিশু। ছবি : চবি প্রতিনিধি

আটত তিন শিশু। ছবি : চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপকারী সন্দেহে তিন শিশুকে আটক করা হয়েছে।  তিন শিশু হলো- মোবারক, রাকিব ও রোজিনা। তারা ষোলশহরে স্টেশন এলাকায় টোকাই হিসেবে পরিচিত।

গতকাল শনিবার (৯ এপ্রিল) বটতলী থেকে ছেড়ে আসা রাত সাড়ে ৮টার শাটল চৌধুরী হাট স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিলে তাদেরকে আটক করে। এরপর তাদের বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সে নিয়ে আসেন। পরে তাদেরকে ষোলশহর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি কৌটা ও পলিথিনে মোড়ানো গাম, ব্লেড ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, কয়েকজ ছাত্র তিন শিশুকে ধরে আমাদের কাছে নিয়ে এসেছিল। আমরা তাদেরকে ষোলশহর রেলওয়ে পুলিশের কাছে তুলে দিয়েছি। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh